ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাবা দিবসে মন ছুঁয়েছে রবির বিজ্ঞাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
বাবা দিবসে মন ছুঁয়েছে রবির বিজ্ঞাপন

বাবারা আমাদের সারা জীবন বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখেন। রোদ, প্রচণ্ড ঝড়ে আমাদের গায়ে কোনো আঁচ লাগতে দেন না। বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে আদর, মায়া, সম্মান আছে, তেমনই বড় হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে বন্ধুত্ব ও পার্টনারশিপ। তবে এ সহজ-সরল গল্পগুলো পর্দায় উঠে আসে না সহসা, থেকে যায় আড়ালেই।

এ বাবা দিবসে রবি’র বিজ্ঞাপনটি অবশ্য সেই সহজ-সরল গল্পটাকেই তুলে এনেছে। বাবা ও ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এ সময়ের পরিস্থিতি সবকিছুই যেন জীবন পাতার বিভিন্ন অধ্যায়ের গল্প বলে যায়।

করোনা দুর্যোগে আমরা মেনে চলছি হোম কোয়ারেন্টিন ও বিশেষ প্রয়োজনে সেলফ আইসোলেশন। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, বাবা ছেলের সঙ্গে গল্প করে রান্না করছেন, অনলাইনে বাজার করছেন, ওষুধ কিনে আনছেন, আকাশে ঘুড়ি ওড়াচ্ছেন ছেলেকে ভিডিও কলে রেখে। ঘুড়িটা ছিড়ে আকাশে উড়ে যায়, ছেলে বলে আকাশে চলে গেল ঘুড়িটা মায়ের মতো, তাদের থেকে দূরে, কিংবা যখন দেখা যায় বাবা অনেকগুলো বাজার করে আনেন, মায়ের রাগী রাগী তাকিয়ে থাকা ছবিটা সামনে আসে। মায়ের অবর্তমানে একমাত্র ছেলেই বাবা’র পরিবার ও বন্ধু। এরপর আমরা দেখতে পাই গল্পের শুরুর অংশ যখন ছেলেটি ব্যাগ নিয়ে দূর থেকে বাসায় আসে এবং নিয়ম মেনে তাকে নিজের ঘরে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হয়। একই বাসায় থেকেও বাবা ছেলে কথা বলেন ভিডিও কলে এবং মেনে চলেন আইসোলেশনের নিয়মগুলো। ঠিক ১৪ দিন শেষে, ছেলে বাবার কাছে এসে তাকে বাবা দিবসের শুভেচ্ছা দেয়। প্রিয়জনের সুস্থতায় এ দায়িত্বটুকু পালন করার বিষয়টি বাবা ছেলের সম্পর্কের মাধ্যমে চমৎকার ভাবে ফুটে উঠেছে এই বিজ্ঞাপনে।

বর্তমান করোনা পরিস্থিতিতে, আমাদের উচিত সব স্বাস্থ্যবিধি মেনে চলা। বাহির থেকে এসে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা, দূর থেকে এসে নিজেকে পরিবার থেকে দূরে সেলফ আইসোলেশনে রাখা শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও একান্ত প্রয়োজন। উপরন্তু আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের প্রতি দায়িত্ব আরও বেশি। বিজ্ঞাপনটির বর্তমান পরিস্থিতিতে আমাদের জীবনের সঙ্গে অনেক বেশি মিলিয়ে দেয়। আরও একবার মনে করিয়ে দেয়, জীবনে বাবা নামক বটবৃক্ষের কী অবদান! আমরা দেখি বাবা এখন বাসায় থাকেন, ঘরের কাজ কিংবা রান্নাতে সাহায্য করেন। বাবা ছেলেকে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ফিরে যান নিজের ছোটবেলার স্মৃতিতে, এ দৃশ্য এখন দেখা যায় প্রায় প্রতিটি ছাদে। অ্যাডভারটাইজের গল্পটিতে মূল লক্ষ্য ছিল বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের বিভিন্ন দিক সুন্দর করে তুলে ধরা। একই সঙ্গে

চলমান পরিস্থিতির সঙ্গে কীভাবে একটি সংযোগ তৈরি করা যায় তাই ছিল গল্পকারের প্রধান ভাবনা। সম্পূর্ণ ক্রিয়েটিভ টিম এখানে একটি অসাধারণ টিম ওয়ার্ক করে গল্পটি ফুটিয়ে তুলে এবং চিত্রধারণ, লোকেশন, চরিত্রায়নে সফল একটি ভিজ্যুয়াল দর্শকদের ধরে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সহজেই যে কেউ তার নিজের জীবনকে মিলিয়ে নিতে পারেন এসব অ্যাডভারটাইজমেন্টের গল্পে। এটিই রবি এবং এডিএ টিমের সম্মিলিত সার্থকতা যে এখন এই বিজ্ঞাপনটি কেবলমাত্র একটি নির্দিষ্ট কোম্পানি বা পণ্যের প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে ফুটিয়ে তুলছে আমাদের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক আর গড়ে তুলছে নানারকম সামাজিক সচেতনতা।

বিজ্ঞাপনী সংস্থা এডিএ’র ক্রিয়েটিভ ডিরেক্টর কিঙ্কর আহসান বরাবরের মতো জাদু দেখিয়েছেন গল্পে।


কিঙ্কর আহসান জানান, পুরো কাজটি মানুষের মন ছুঁতে পেরেছে। এ সার্থকতা আর কৃতিত্ব পুরো টিমের। আর গল্প থেকে পর্দায় উঠে আনতে কাজ করেছেন ডিরেক্টর তানভীর আহসান ও তার টিম।


বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।