ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ২, ২০২০
ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে

ঢাকা: আফসানা পেশায় একজন আর্কিটেক্ট। তিনি নতুন নতুন ফুড আইটেম এক্সপ্লোর করতে পছন্দ করেন। এরই সঙ্গে তিনি হাজার ব্যস্ততার মাঝেও প্রায়ই বাসায় পরিবারের জন্য অনেক ধরনের খাবার কিনে নিয়ে যান।

তেমনি একদিন, খুব নামীদামী একটি রেস্টুরেন্টে আফসানা খাবার কিনতে গেলেন। অনেক ধরনের আইটেম অর্ডার করার পর বিল পেমেন্টের জন্য তার ভিসা কার্ডটি কাউন্টারে দিলে কাউন্টারের সেলসম্যান তাকে জানায় যে, পিওএস মেশিন কাজ করছে না।

এদিকে, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আফসানা নগদ টাকার লেনদেন এড়িয়ে চলেন।

সেলসম্যান তাকে পেমেন্ট বিকাশ করার কথা বলেন। আফসানা সেলসম্যানকে জানালেন যে, তার বিকাশ অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। তখন লোকটি তাকে ‘অ্যাড মানি’-সার্ভিসের কথা জানায়। লোকটি বলে, ‘ম্যাম, আপনি আপনার ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। ’

আফসানা এ কথা শুনে খুবই অবাক হন। সেলসম্যান তখন তাকে ফোনে ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করার প্রসেসটা বিস্তারিত দেখিয়ে দেয়। প্রসেসটি জেনে আফসানা খুবই খুশি হন এবং অনায়াসেই নিজের ভিসা কার্ড থেকে তার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কেনাকাটার পেমেন্ট বিকাশ করে দেন।

আফসানার মতো আপনিও কিন্তু আপনার ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করে যেকোনো কেনাকাটার পেমেন্ট, ঘরে বসেই যেকোনো বিল দেওয়া থেকে শুরু করে যেকোনো ধরনের পেমেন্ট অনায়াসেই বিকাশ করতে পারেন! আর এজন্য আপনাকে যা করতে হবে তা হলো, আপনার ফোনের বিকাশ অ্যাপ এ লগ ইন করে ‘Add Money’ অপশনে ক্লিক করবেন। এরপর দু’টি অপশন আসবে- (১) Bank to bKash ও (২) Card to bKash. অপশন ২ অর্থাৎ ‘Card to bKash’ সিলেক্ট করে ‘Visa’ অপশনে ক্লিক করবেন। এরপর ‘My Account’ সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর ও টাকার অ্যামাউন্ট দিবেন। যদি, ভিসা কার্ড অ্যাড করা না থাকে, তবে কার্ডের বিস্তারিত দিয়ে কার্ড অ্যাড করে ‘Proceed’ করবেন এবং এভাবে মুহূর্তেই অ্যাড মানি  করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই!

বিকাশ অ্যাপ ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট না থাকলে জাতীয় পরিচয়পত্র দিয়ে মিনিটেই বিকাশ একাউন্ট খোলা যাবে। অ্যাপে লগইন করলেই দেখা যাবে অফারগুলো। নতুন এবং পুরোনো সব বিকাশ গ্রাহক অ্যাপ থেকে এই অফার উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।