ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক মাস পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এক মাস পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল (যশোর): করোনার প্রভাবে দেশের বৃহত্তম বাণিজ্যক কেন্দ্র বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে এক মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিজিবি ও বিএসএফের নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় সীমান্তের শুন্য রেখায় স্বল্প পরিসরে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু করা হয়।

এর আগে, করোনা সংক্রমণ রোধে ২২ মার্চ এ পথে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বাংলানিউজকে বলেন, এক মাস ধরে লকডাউনের কারণে এ পথে ভারত থেকে আমদানি বন্ধ ছিল। এখন থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বাণিজ্য চলবে। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন বাংলানিউজকে বলেন, যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন। পরে শুল্ক পরিশোধ করে খালাস দেওয়া হবে।
 
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারত থেকে আটকে থাকা জরুরি শিল্প কারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্য ও কৃষি পণ্য খালাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে আমদানিকারকদের মধ্যে। তারা বলছেন আটকে থাকা পণ্যে তাদের অনেক লোকশান গুনতে হয়েছে। বাণিজ্য চালু হওয়ায় কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।