ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদ্যুৎ বিল দিতে পারবেন ঘরে বসেই!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
বিদ্যুৎ বিল দিতে পারবেন ঘরে বসেই! বিদ্যুৎ বিল দিতে পারবেন ঘরে বসেই।

আদিব রহমান খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। নিজের এবং পরিবারের সদস্যদের প্রতি খুবই যত্নশীল। নিয়মিত হাঁটেন, ডায়েট করেন। বর্তমান পরিস্থিতিতে নিজেকে এবং পরিবারের সদস্যদের করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে সব ধরনের সতর্কতা মেনে চলছেন। এদিকে তার প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় চলে এসেছে। রিচার্জ করতে বাইরে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে। তাই দুশ্চিন্তায় আছেন। এসময় তার স্ত্রী জানালেন যে পাশের ফ্ল্যাটের রফিক সাহেব মিটার রিচার্জ করতে কোথাও যান না, ঘরে বসে বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করেন।

আদিব বিকাশ একাউন্ট খুলেছেন অনেক আগেই। বিকাশ অ্যাপও আছে মোবাইলে।

শুধুমাত্র টাকা পাঠানো এবং মোবাইল রিচার্জে বিকাশ অ্যাপ ব্যবহার করেন। অ্যাপ থেকে যে প্রিপেইড মিটার রিচার্জ ও পোস্টপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায়- এটা তার জানা ছিল না। তিনি শরণাপন্ন হলেন পাশের ফ্ল্যাটের রফিক সাহেবের কাছে। তার মুখে সব শুনে রফিক বললেন, ‘বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেওয়া বা প্রিপেইড মিটার রিচার্জের প্রসেসটা খুব সিম্পল। ’ তিনি দেখিয়ে দিলেন যে বিকাশ অ্যাপ এর পে-বিল অপশনে গেলে দেশের সব বিলারের লিস্ট চলে আসে। সেখান থেকে নির্দিষ্ট বিলার সিলেক্ট করে বিস্তারিত তথ্য দিয়ে মিনিটের মধ্যেই বিল পরিশোধ করা যায়।

আদিব ডিপিডিসির প্রিপেইড গ্রাহক। তিনি বিলার তালিকা থেকে ডিপিডিসি (পোস্টপেইড) সিলেক্ট করলেন। বিল অ্যাকাউন্ট নম্বর এবং নিজের মোবাইল নম্বর দিলেন। তারপর রিচার্জের পরিমাণ লিখে লেনদেন শেষ করার সঙ্গে সঙ্গেই মিটার রিচার্জ হয়ে গেলো। আর অ্যাপের মধ্যেই রিসিটও সাথে সাথে দেখা যায়।

এভাবে আপনিও চাইলে খুব সহজেই ঘরে বসে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে স্থানীয় বিলারের নাম এবং বিদ্যুৎ সংযোগের ধরন (পোস্টপেইড অথবা প্রিপেইড) জানতে হবে। যদি আপনার কাছে মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ আসে, তাহলে আপনি পোস্টপেইড গ্রাহক। আর যদি আপনি স্মার্টকার্ডের সাহায্যে মাসের শুরুতে রিচার্জ করে থাকেন, তাহলে আপনি প্রিপেইড গ্রাহক। যদি বিলার সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে কি করবেন? আপনার কাছে থাকা বিদ্যুৎ বিলের কাগজ কিংবা স্মার্টকার্ডে বিলারের লোগো আছে। বিকাশ অ্যাপ এর পে বিল অপশনে গিয়ে বিলারের তালিকা থেকে লোগো মিলিয়ে আপনার বিলার খুঁজে নিতে পারবেন।

শুধু বিদ্যুৎ বিল নয়; বিকাশ অ্যাপ দিয়ে আপনি ঘরে বসেই টাকা পাঠানো, মোবাইল রিচার্জ করা থেকে শুরু করে অনলাইনে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যতটা সম্ভব বাসায় থাকুন। হাত পরিষ্কার রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের বা পরিবারের সদস্যদের কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।