ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় লোকসানে স্টিলশিল্প, স্বল্প সুদে ঋণের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
করোনায় লোকসানে স্টিলশিল্প, স্বল্প সুদে ঋণের দাবি

করোনা ভাইরাসের কারণে স্টিলশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে এ শিল্পের জন্য স্বল্প সুদে ঋণের দাবিসহ সরকারের কাছে কয়েক দফা প্রস্তাব তুলে ধরেছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

তিনি জানান, স্টিল স্বল্প মুনাফার একটি শিল্প। এ শিল্পে এক দিনের উৎপাদন বন্ধের লোকসান পুরো মাসের মুনাফার সমপরিমাণ।

বর্তমান পরিস্থিতিতে গত মার্চ ও এপ্রিল মাসেই স্টিলশিল্পে সম্ভাব্য লোকসানের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। দেশের অবস্থা স্বাভাবিক হলেও এ শিল্পের পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।

ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মনোয়ার হোসেন কয়েক দফা দাবি পেশ করেন। এর মধ্যে অন্যতম হলো সম্ভাব্য লোকসান এবং জিডিপিতে স্টিলশিল্পের অবদানের ভিত্তিতে ৩০ হাজার কোটি টাকার সরকারি প্যাকেজ থেকে স্টিলশিল্পকে স্বল্প সুদে তিন হাজার কোটি টাকার ঋণের অনুমোদন প্রদান, স্টিলশিল্পের জন্য চার মাসের সমপরিমাণ অতিরিক্ত এলসি লিমিটের অনুমোদন প্রদান। অর্থাৎ নন-ফান্ডেড সুবিধাদি প্রদান। স্টিলশিল্পের প্রতিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মচারী এবং শ্রমিকদের চার মাসের বেতন-ভাতা ঋণ আকারে অন্তত ১২টি কিস্তিতে পরিশোধের অনুমোদন প্রদান। সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তরগুলোকে দেশের এই ক্রান্তিকালে নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও অনুরোধ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।