ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশে আটকা পড়াদের অর্থ পাঠাতে অনুমতি লাগবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
বিদেশে আটকা পড়াদের অর্থ পাঠাতে অনুমতি লাগবে না

ঢাকা: বিশ্বব্যাপী উদ্ভূত করোনা পরিস্থিতে বিভিন্ন কাজে বিদেশে গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ পাঠানো যাবে বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি এরই মাঝে দেশে কার্যরত সব অথরাইজড ডিলারের কাছে পাঠানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন কারণে বিদেশে গিয়ে আটকে পড়েছেন এবং নানা সমস্যায় পড়েছেন। তাদের সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ফলে এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, এর আগ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া দেশের বাইরে টাকা পাঠানো যেতো না।  
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।