ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন না দেওয়া গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
বেতন না দেওয়া গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

ঢাকা: এখন ৩০ শতাংশ গার্মেন্টস শ্রমিক মার্চের বেতন-ভাতা পাননি। তাই আইন এবং সরকারের নির্দেশ অমান্যকারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে এ শ্রমিক নেতা জানান, ১৬ এপ্রিলের মধ্যে সব গার্মেন্টেস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী।

এমন কি এই সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে কারখানার লাইসেন্স নবায়ন না করাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কিন্তু এখন প্রায় ৩০ শতাংশ গার্মেন্টস শ্রমিক মার্চের বেতন-ভাতা পাননি। তাই যেসব গার্মেন্টেস মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, সরকারের নির্দেশ মেনে যারা শ্রমিকদের বেতন-ভাতা দিয়েছেন, তাদের অনেকে আবার মার্চের বেতন থেকে পাঁচদিনের বেতন কর্তন করেছেন যা বেআইনি এবং অন্যায়। এজন্য অবিলম্বে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে অবিলম্বে এসব মালিকদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এসময় যেসব গার্মেন্টস বেতন-ভাতা পরিশোধ করেনি, তার মধ্যে থেকে বেশকিছু গার্মেন্টসের নাম উল্লেখ করা হয় বিবৃতিতে। সেগুলো হলো-আশুলিয়ায় অবস্থিত ‘সততা নীট লিমিটেড, রিয়াজ সোয়েটার লিমিটেড, দিপ্ত অ্যাপারেলস লিমিটেড ও দিপ্ত গার্মেন্টস লিমিটেড, মিরপুরে চিটাং ফ্যাশন লিমিটেড, গাজীপুরে ট্রাস্ট নিটওয়্যার লিমিটেড, পেনোইন ফ্যাশন লিমিটেড, শিশির অ্যাপারেলস লিমিটেড, নারায়ণঞ্জে প্যাক কনস্নান লিমিটেড, কালার ফেয়ার লিমিটেড, আলপাইন নিটওয়্যার লিমিটেড, চট্টগ্রামে মডিস্ট বাংলাদেশ লিমিটেড ও এসকে পিজি লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।