ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান।

ঢাকা: চলমান করোনা পরিস্থিতির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে সংস্থাটি।  

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, ফামিনা আক্তার, রোজিনা সুলতানা, জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

এদিন গুলশান-১ কাঁচা বাজার, গুলশান-২ কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার, রামপুরা বাজার, মধুবাগ বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার, পশ্চিম রাজা কাঁচাবাজার, পান্থপথ বউবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কলমি লতা বাজার, কারওয়ান বাজার, শেওড়াপাড়া বাজার, মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

সর্বমোট ঢাকা মহানগরীতে ১৬টি বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান চালানো হয়।
 
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনেরদায়ে সাতটি প্রতিষ্ঠানকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মহানগরের দু’টি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়। পাশাপাশি ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্যও সবার প্রতি অনুরোধ করা হয়।
 
এছাড়া সারা বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহের কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে এ তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
     
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা আসন্ন রমজানকে সামনে রেখে নিত্ প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য অনুরোধ করেন। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকতে বলেন এবং টেকসই ভোক্তা ও ব্যবসা বান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চান।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।