ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধার সেই কৃষক আমির হোসেনের পাশে ‘স্বপ্ন’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
গাইবান্ধার সেই কৃষক আমির হোসেনের পাশে ‘স্বপ্ন’ .

ঢাকা: এবার উত্তরের জেলা গাইবান্ধার ফসলের ফলন ছিল বেশ। কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে জমিতে ফলে মরিচ, পেঁয়াজ, রসুন, করলা, টমেটো, পটল ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল। 

কিন্তু বর্তমান সময়ে করোনা ভাইরাসের হানায় তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কয়েক বছর ধরে এ জেলায় সবজি চাষ করে যারা সাবলম্বী হয়েছেন, এবারের করোনা পরিস্থিতিতে তাদের কপালে ভাঁজ পড়েছে হতাশার।

দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। তেমনি এক হতাশ কৃষক গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আমির হোসেন। দুই দিন আগে তিনি এক গণমাধ্যমের ভিডিওবার্তায় জানান, লকডাউনের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে হয়েছে তাকে।  

তবে এবার তার পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ন্যায্য দামে তার টমেটো এরই মধ্যে কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য কৃষক আমির হোসেনও এখন বেশ খুশি।  

তিনি বলেন, ভিডিওটি দেখার পর ‘স্বপ্ন’ কোম্পানির প্রতিনিধি রুবেল ভাই এসে আমার সঙ্গে যোগাযোগ করেন ও আমার বাগানের টমেটো উচিত দামে কিনে নেন। গাইবান্ধায় লকডাউন চলছে, এরই মধ্যে তারা এসে যে আমার ফসল কিনেছেন এজন্য সমস্ত কৃষকের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

‘স্বপ্ন’-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, কৃষকের পাশে শুরু থেকেই আছি আমরা। তাদের মুখে হাসি আমরা সবসময়ই দেখতে চাই। বিভিন্ন সময় বিভিন্নভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ‘স্বপ্ন’। এরই ধারাবাহিকতায় আমির হোসেনের মতো অনেক কৃষকের জন্য বর্তমানে কাজ করছি আমরা। দেশের বিভিন্ন জায়গায় ‘স্বপ্ন’ তাদের পণ্য ন্যায্য দামে এরই মধ্যে কেনা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।