ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেডিট কার্ডের বকেয়া বিলে সুদ আরোপ করা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
ক্রেডিট কার্ডের বকেয়া বিলে সুদ আরোপ করা যাবে না

ঢাকা: ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ৩১ মে পর্যন্ত গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের সুদ আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডেও বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে।

ফলে গ্রাহকের অতিরিক্ত সুদ দিতে হচ্ছে; হবে। যা বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এ পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার নির্দেশনা দেওয়া হলো।

এছাড়াও ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের বিলের ওপর দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ-আদায় করা হয়েছে, সেসব গ্রাহকের হিসাবে অতিরিক্ত আরোপিত-আদায় করা সুদ সমন্বয়-ফেরত দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে যেসব ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে সেসব ক্ষেত্রে গ্রাহক বিল নির্ধারিত সময়ে পরিশোধে না করার ক্ষেত্রে কোনো বিলম্ব-চার্জ-দণ্ড সুদ-অতিরিক্ত মুনাফা বা অন্য কোনো চার্জ (যে নামেই হোক না কেন) আদায় না করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।