ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নগদ-লেকবাজারের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
নগদ-লেকবাজারের মধ্যে চুক্তি নগদ-লেকবাজারের কর্মকর্তারা।

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (নগদ) সঙ্গে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম লেকবাজার ডট কমের চুক্তি সই হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) নগদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

এ সময় নগদ’র চিফ সেলস কর্মকর্তা (সিএসও) শেখ আমিনুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সহায়ক হিসেবে কাজ করছে ‘নগদ’। খুব অল্প সময়ে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে  ‘নগদ’ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। এরই অংশ হিসেবে ‘নগদ’ লেকবাজার ডটকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মানুষের সেবা দেওয়ার কাজে সম্পৃক্ততা বাড়াল।

অনুষ্ঠানে ‘নগদ’র হেড অব বিজনেস মো. শিহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, লেকবাজার ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত, লেকবাজার ডট কমের অ্যাকাউন্ট ম্যানেজার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’র উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (প্রতি হাজারে ১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘নগদ’।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।