ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের ৬৭তম শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৫, ডিসেম্বর ২৪, ২০১৮
এনআরবিসি ব্যাংকের ৬৭তম শাখার উদ্বোধন পল্লবী ও মিরপুরে এনআরবিসি ব্যাংকের ৬৭তম শাখার উদ্বোধন।

ঢাকা: রাজধানীর পল্লবী ও মিরপুরবাসীকে ব্যাংকিং সেবা দিতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৩ ডিসেম্বর) মিরপুর-১২ এর হারুন মোল্লা রোড-১ এ বেনারসি পল্লীখ্যাত পল্লবীর হাজী কুদরত আলী সুপার মার্কেটে শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জেষ্ঠ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ, মেজর জেনারেল (অব.) জাহিদ, ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মো. লকিয়ত উল্লাহ, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এখলাস উদ্দিন মোল্ল‍া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, এফআই অ্যান্ড এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, রিটেইল বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মো. পারভেজ হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন, মিরপুর-১২ ব্রাঞ্চ প্রধান ইব্রাহিম খলিল উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।