ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওরিয়ন ফার্মার ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, ডিসেম্বর ১০, ২০১৮
ওরিয়ন ফার্মার ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ওরিয়ন ফার্মার ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: ওরিয়ন ফার্মা লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ৩০ জুন, ২০১৮ অর্থবছরের আর্থিক বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।  

এছাড়া সভায় ৩০ জুন, ২০১৮ অর্থবছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবটি অনুমোদিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, মো. রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শফিকুর রহমান এবং লে. কর্নেল কামাল আহমেদ, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান ও চিফ ফাইনান্সিয়াল অফিসার সমরেশ বণিক।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।