ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট সপ্তাহ শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ভ্যাট সপ্তাহ শুরু সোমবার এনবিআর

ঢাকা: ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (সোমবার) থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এদিন সকাল সাড়ে ৮টায় এনবিআরের সামনে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের’ উদ্বোধন করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এ তথ্য জানাতে রোববার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ সংবাদ সম্মেলন করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সেগুনবাগিচার এনবিআরের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

তিনি জানান, ১০ ডিসেম্বর (সোমবার) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এবং সর্বোচ্চ ভ্যাটদানকারীদের সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগের সকাল সাড়ে ৮টায় এ সপ্তাহের উদ্বোধন করবেন এনবিআরের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএফআই/এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।