ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর দিয়ে দেশের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
কর দিয়ে দেশের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান সিলেটে আয়কর দিবস উদযাপন অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

সিলেট: আয়কর দিয়ে দেশের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।

তিনি বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও কর বিভাগে হয়রানিমুক্ত পরিবেশের কারণে গত পাঁচ বছরে করদাতার সংখ্যা দ্বিগুণ হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) নগরের হাউজিং এস্টেটে সিলেট কর অঞ্চলে আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় বেলুন উড়িয়ে জমকালোভাবে দিবসটি উদযাপন করা হয়।

কর কমিশনার বলেন, করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে দিবসটি উদযাপন করা হয়। এতে করে যারা কর নেটের বাইরে আছেন, তারা কর দেওয়ায় সচেতন হবেন।

সিলেটের সহকারী কর কমিশনার সাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ।

তিনি বলেন, আগে মানুষের মধ্যে করভীতি ছিল। এখন কর দেওয়া সচেতন হয়েছেন। তারপরও আমাদের জনসংখ্যার তুলনায় করদাতার সংখ্যা এক শতাংশেরও একটু বেশি। ষোল কোটি জনসংখ্যার এ দেশে করদাতার সংখ্যা ১৯ লাখ। অথচ সিঙ্গাপুরে করদাতার সংখ্যা ৯৪ শতাংশ। তাই, কর বিভাগের উচিত সবার কর দেওয়া নিশ্চিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আয়কর আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা। এছাড়া অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপ কর কমিনারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।