ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক ও প্রগতি লাইফের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সিটি ব্যাংক ও প্রগতি লাইফের মধ্যে চুক্তি

ঢাকা: সিটি ব্যাংক ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের মধ্যে ‘সিনিয়র সেভিংস অ্যাকাউন্ট’ গ্রাহকদের ইনস্যুরেন্স সুবিধা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

সম্প্রতি চুক্তিটি হয়।

এর আওতায় সিটি ব্যাংকের ৫০ থেকে ৬৫ বছর বয়স্ক গ্রাহকরা তাদের ‘সিনিয়রস সেভিংস অ্যাকাউন্টের’ সঙ্গে লাইফ ইনস্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা দেশজুড়ে অবস্থিত ১৩০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়েরও সুবিধা পাবেন।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম. আহমেদ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালাল-উল আজিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।