ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুনে গুনে মিলল ৮ কোটি ৫৫ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫২, ডিসেম্বর ২৭, ২০১৪
গুনে গুনে মিলল ৮ কোটি ৫৫ লাখ টাকা ছবি: রেহেনা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের বাড়ি থেকে উদ্ধার হওয়া পাঁচটি বস্তায় দেশি-বিদেশি মিলে সাড়ে আট কোটি টাকার সমপরিমাণ অর্থ পাওয়া গেছে। প্রায় ২২ ঘণ্টা ধরে শুল্ক গোয়েন্দা বিভাগের ২৫ জন কর্মচারী টাকা-রিয়াল গোনার কাজ শেষ করে।



শুক্রবার রাত ১২টায় শুল্ক গোয়েন্দা বিভাগে মহাপরিচালক মইনুল হক জানান, ওই পাঁচ বস্তায় মোট ৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা সমপরিমাণ মুদ্রার মধ্যে তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের সৌদি রিয়াল ছিল।

undefined


শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ৫২৮টি সোনার বার বা ৬১ কেজি সোনার বাজার মূল্য ৩৮ কোটি টাকার বেশি।

গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুরানা পল্টনের ২১/১ নম্বর বাসার ১১ ও ৭ তলার দু’টি ফ্ল্যাট থেকে আনুমানিক সাড়ে ৪ কোটি  টাকা, ১৫ লাখ সৌদি রিয়াল ও ৫২৮ টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। একই সাথে বাসার মালিক মো. আলীকেও আটক করা হয়।

undefined


অধিদফতরের থেকে দাবি করা হয়, মোহাম্মদ ‍আলীর ধানমন্ডিতে আলী সুইটস নামের একটি মিষ্টির দোকান রয়েছে। মিষ্টি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই  তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

** পল্টনে ৩ বস্তা বিদেশি মুদ্রা, স্বর্ণের বার জব্দ

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘন্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।