ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে আজিম গার্মেন্ট ঘেরাও,পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, ডিসেম্বর ২৫, ২০১৪
বকেয়া বেতনের দাবিতে আজিম গার্মেন্ট ঘেরাও,পুলিশের লাঠিচার্জ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার আজিম গার্মেন্ট কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ৭/৮জন শ্রমিক আহত হয়েছেন।



বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘেরাও কর্মসুচি পালন শুরু করলে দুপুর আড়াইটার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে শ্রমিকদের ওপর।

আজিম গার্মেন্টের শ্রমিক জুলেখা বেগম জানিয়েছেন, গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন দিচ্ছেন না কর্ত‍ৃপক্ষ। তাই বেতনের দাবিতে শ্রমিকরা কারখানা ঘেরাও করলে আড়াইটার দিকে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ৭/৮ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‍

গার্মেন্টসটির ভেতরে ও বাইরে পাচশ’র বেশি শ্রমিক অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।