ঢাকা: বিমা এজেন্ট লাইসেন্স’র জন্য ৭২ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করে জারি করা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) প্রজ্ঞাপন কার্যকর হচ্ছে না। আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুদ্দুস খান বাংলানিউজকে বলেন, এজেন্ট লাইসেন্স’র জন্য আগামী ১ জানুয়ারি থেকে প্রশিক্ষণ বাধ্যতামুলক করা হয়েছিল। কিন্তু এটি নিয়ে নানা কথা উঠছে। আমি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে কথা বলেছি। তারাও আপত্তি জানিয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এজেন্ট লাইসেন্স’র জন্য প্রশিক্ষণ বাধ্যতামুলক করা প্রজ্ঞাপন আপাতত কার্যকর না করার।
তাহলে এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্ন করা হলে কুদ্দুস খান বলেন, এ বিষয়ে বিআইএ’র সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আইডিআরএ সূত্রে জানা গেছে, মূলত বাংলানিউজের প্রতিবেদনের কারণেই এজেন্ট প্রশিক্ষণের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে যাচ্ছে আইডিআরএ। বিমা আইনকে পাশ কাটিয়ে এজেন্ট লাইসেন্স’র জন্য প্রশিক্ষণ বাধ্যতামুলক করে প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর বাংলানিউজে ‘আইডিআরএ’র প্রজ্ঞাপনে অস্বস্তিতে বিমা খাত’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে আইনের ব্যাখ্যাসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয। এরপর ওই দিনই বিআইএ থেকে প্রতিবেদনটি সকল বিমা কোম্পানিতে ই-মেইল করে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ১৮ ডিসেম্বর বিআইএ’র ২৭তম বার্ষিক সাধারণ সভায় বাংলানিউজের প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়। এতে আইডিআরএ’র চেয়ারম্যানের উপর ক্ষোভ প্রকাশ করেন একটি বিমা কোম্পানির চেয়ারম্যান।
বিআইএ’র একটি সূত্র জানায়, বিআইএ’র পক্ষ থেকে বাংলানিউজের প্রতিবেদনের বিষয়ে আইডিআরএ’র দৃষ্টি আকর্ষণ করা হয়। এতে আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান বিআইএ-কে জানায় প্রজ্ঞাপনটি স্থগিত করা হবে। পাশাপাশি বিআইএ’র সঙ্গে আলোচনা করে এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এজেন্টদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করার বিষয়ে আইডিআরএ’র প্রজ্ঞাপনে বলা হয়, এজেন্টদের পাশাপাশি ৭২ ঘণ্টার প্রশিক্ষণ ফিনান্সিয়্যাল অ্যাসোসিয়েটদেরকেও নিতে হবে। বিমা আইন ২০১০ এর ১২৪(৪) ধারা ও জাতীয় বিমা নীতি -২০১৪’র ১.৪.২ অনুচ্ছেদ অনুসারে এ নির্দেশ দেওয়া হয়েছে।
অথচ বিমা আইন ২০১০ এর ১২৪(৪) ধারায় বলা হয়েছে, বিমা এজেন্ট নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষকে (আইডিআরএ) প্রবিধান তৈরি করতে হবে। এই প্রবিধানের মাধ্যমেই বিমা এজেন্টদের যোগ্যতা, এজেন্টের মেয়াদকাল, নবায়ন ফিসহ অন্যান্য শর্ত নির্ধারণ করতে হবে।
বিমা আইনকে পাশ কাটিয়ে এমন প্রজ্ঞাপন জারি করায় বিমা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বাংলানিউজে বিস্তারিত প্রতিবেন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বিমা সংশ্লিষ্টদের বক্তব্যের পাশাপাশি প্রশিক্ষণের জন্য আইডিআরএ’র আনুমোদন পাওয়া একমাত্র প্রশিক্ষণ একাডেমির বিষয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
** আইডিআরএ’র প্রজ্ঞাপনে অস্বস্তিতে বিমা খাত
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪