হিলি(দিনাজপুর): শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও সচল রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানিসহ বন্দরের সব কার্যক্রম।
শুক্রবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়।
বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্যভর্তি এবং বন্দর থেকে পণ্য খালাসসহ বন্দরের অন্য সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন বাংলানিউজকে জানান, সরকারি রাজস্ব সংগ্রহের স্বার্থে ও দেশের বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও বন্দরের কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সে মোতাবেক শুক্রবার ছুটির দিন বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪