ঢাকা: প্লাস্টিক খাতেও ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ‘ইনজেকশন মোলডিং মেশিন অপারেটার অ্যান্ড মেন্টেনেন্স কোর্স’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, প্লাস্টিক খাতকে এগিয়ে নিতে মানসম্মত মজুরি কাঠামো প্রয়োজন। এ খাতে দক্ষ জনবল তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বিপিজিএমইএ-এর অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিপেট) মাসব্যাপী এ ট্রেনিং কোর্স’র আয়োজন করে।
মিকাইল শিপার বলেন, দক্ষ জনবল তৈরিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ নেওয়া হয়েছে। এ খাতে দক্ষ জনবল তৈরিতে এ কর্মসূচির অধীনে সহায়তা দেওয়া হবে। ’
বিপেট-কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে প্রয়োজনে পিপিপি’র আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন সচিব।
বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দক্ষ জনবল ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে বিপেট প্রতিষ্ঠিত হয়েছে।
অর্থমন্ত্রী বিপেটকে ১০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিপেট বাস্তবায়নে ২৭ কোটি টাকা প্রয়োজন। তাই এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা চান মিকাইল শিপার।
প্রশিক্ষণের পরিধি আরো বাড়াতে শিগগিরই ঢাকার আশপাশে স্থায়ী ক্যাম্পাস করা হবে। দক্ষ জনবল তৈরি হলে বর্হিবিশ্বের সঙ্গে বাংলাদেশের প্লাস্টিক খাতও তাল মেলাতে পারবে।
সচিব বলেন, প্রশিক্ষিত জনবল পেলে এ খাত অদূর ভবিষ্যতে দেশের প্রধান দু’একটি শিল্পখাতের কাতারে আসবে। বিপেটকে আধূনিকায়নে সরকারের সহযোগিতা চান তিনি।
জসিম বলেন, এ খাতকে এগিয়ে নিতে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরি করে দিতে শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে বিপেট’র অধীনে দ্বিতীয় ব্যাচে বেঙ্গল, আরএফএল, গাজী, ইরিবাস প্লাস্টিক কারখানার ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে বিপিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন, মো. গোলাম কিবরিয়া, আরএফএল ব্যবস্থাপক প্রকৌশলী এম জি রাব্বানী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪