ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডেটার পেনড্রাইভ,পাওয়ার ব্যাংকসহ সব পণ্যেই ছাড়

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
এডেটার পেনড্রাইভ,পাওয়ার ব্যাংকসহ সব পণ্যেই ছাড় ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলায় এডেটার ওটিজি পেনড্রাইভ, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, ক্যামেরা এইচডি কার্ডসহ সব পণ্যেই বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পণ্যেই রয়েছে লাইফ টাইমসহ বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি।



মেলা উপলক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডেটা’র বাংলাদেশে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এ ছাড় দিচ্ছে। এসব পণ্যে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা এ মেলা রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় শেষ হবে।

এডেটার স্টলে গিয়ে দেখা যায়, ক্রেতা আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ পণ্য কিনছেন আবার কেউবা শুনছেন কোন পণ্যে কত ছাড় রয়েছে। আর বিক্রেতারাও ব্যস্ত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় সামলাতে।

undefined


স্টলের পক্ষ থেকে জানানো হয়, ওটিজি পেনড্রাইভ ১৬ জিবি (লাইফ টাইম ওয়ারেন্টি) ৮০০ টাকা, ৩২ জিবি এক হাজার ২০০ টাকা, ১৬ জিবি ইউএজবি থ্রি পেনড্রাইভ ৬০০ টাকা (লাইফটাইম ওয়ারেন্টি) ৮ জিবি পেনড্রাইভ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মেমোরি কার্ড (ক্লাশ ১০) ১৬ জিবি ৬০০ টাকা, ৩২ জিবি ১ হাজার ১০০ টাকা এবং ক্যামেরার এইচডি কার্ড (ক্লাশ ১০) ৩২ জিবি এক হাজার ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া পাওয়ার ব্যাংক ১০ হাজার ৪০০ এমএস (পিবি ১১০, এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি) দুই হাজার ৩০০ টাকা ও বিশ্বের সবচেয়ে পাতলা পাওয়ার ব্যাংক (পিবি ১০০) চার হাজার ২০০ এমএস এক হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

undefined


এদিকে এক্সটার্নাল হার্ড ডিস্ক এক টেরা পাঁচ হাজার ৩০০ টাকা, ওয়াটার প্রুফ অ্যান্ড শক প্রুফ ৬ হাজার টাকা ও এসএসডি ওয়ান টেরা ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
 
লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে ১৬ জিবি র‌্যামসহ ডিডিআর ফোর ২৬০০ বাস গেমিং বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকায়।
 
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ গোলাম সারওয়ার টুটুল বাংলানিউজকে বলেন, ছাড়ে পণ্য বিক্রি করায় ক্রেতাদের উপস্থিতি বেশ সন্তোষজনক। আমাদের কিছু পণ্য রয়েছে যা সম্প্রতি বাজারে এসেছে। এগুলো বাংলাদেশি ক্রেতাদের মধ্যে তুলে ধরছি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।