গাজীপুর: গাজীপুর জয়দেবপুর বাজার এলাকার জনতা ব্যাংক শাখা থেকে ৬০ লাখ ৭১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাকা চুরির ঘটনা জানাজানি হয়।
খবর পেয়ে জযদেবপুর থানা পুলিশ গিয়ে ব্যাংক থেকে আলমত সংগ্রহ করেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যার পর থেকে রোববার সকাল পর্যন্ত যে কোনো সময় চোরেরা নিরাপত্তাকর্মীকে নেশা খাইয়ে অজ্ঞান করেন। পরে ব্যাংকে প্রবেশ করে বিকল্প চাবি দিয়ে লকার খুলে ৬০ লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায় তারা।
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নিরাপত্তাকর্মী নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪