ঢাকা: শাশা ডেনিমস কোম্পানির উৎপাদন আগামী দেড় বছরে ১০ লাখ ইয়ার্ড বাড়িয়ে ২৮ লাখ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক জামাল আবদুন নাসের।
শনিবার ঢাকা ইপিজেড এলাকায় কোম্পানি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বর্তমানে কোম্পানিটি মাসিক ১৮ লাখ ইয়ার্ড উৎপাদন করে। আগামী দেড় বছরে এর পরিমাণ বাড়িয়ে মাসিক ২৮ লাখ ইয়ার্ড করা হবে। এ উদ্দেশে কোম্পানিটি শেয়ারবাজার থেকে মোট ১৭৫ কোটি টাকা উত্তোলন করছে।
জামাল আবদুন নাসের বলেন, উৎপাদন বাড়াতে কোম্পানির ফ্যাক্টরিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। যা কোম্পানির ডেনিম ফেব্রিকসের মান ও উৎপাদন বাড়াবে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকার ৮৮ শতাংশ কোম্পানি সম্প্রসারণে ব্যয় করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, কোম্পানিটি বাজারে মোট ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। যার মধ্যে ১০ টাকা ফেসভ্যালূ এবং ২৫ টাকা প্রিমিয়াম। অর্থাৎ ১২৫ কোটি টাকা কোম্পানি মালিক প্রিমিয়াম হিসেবে পাবে এবং মাত্র ৫০ কোটি টাকার শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে দেওয়া হবে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে এ কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া হবে। আবেদন জমা নেওয়া হবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ ও প্রধান অর্থ কর্মকর্তা মো. আহসানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উত্তোলিত অর্থের ১৮ কোটি ২৩ লাখ টাকা দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং বাকি ২ কোটি ৭৭ লাখ টাকা আইপিও প্রক্রিয়ায় ব্যয় করা হবে।
নাসের বলেন, আমাদের স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ডেনিম ফেব্রিকসের চাহিদা ও সরবরাহে ব্যপক ব্যবধান রয়েছে। দেশের উন্নত মানের ডেনিম উৎপাদক হিসেবে আমরা এ সুযোগটি কাজে লাগাতে চাই। স্থানীয় ২৫ স্থানীয় উৎপাদক কোম্পানি প্রতিমাসে ৩ কোটি ইয়ার্ড ডেনিম ফেব্রিকস উৎপাদন করে। যদিও স্থানীয় বাজারে এর চাহিদা রয়েছে প্রায় ৬ কোটি ইয়ার্ড।
তিনি আরও বলেন, বাকি ৩ কোটি ইয়ার্ড ডেনিম ফেব্রিকস চীন, ভারত এবং পাকিস্থান থেকে আমদানি করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৮০ কোটি টাকা। বাজারে চাহিদার মোট ১৫ শতাংশ শাশা ডেনিমস উৎপাদন করে থাকে। তবে পারটেক্স ডেনিমস সর্বোচ্চ ১৭ শতাংশ ডেনিমস পণ্য উৎপাদন করে থাকে। এছাড়া এনভয় ডেনিমস উৎপাদন করে ১৩ শতাংশ।
কোম্পানির এ পরিচালক বলেন, বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিগুলোকে আমরা পণ্য সরবরাহ করে থাকি। যাদে মধ্যে H&M, Uniqlo, Levis, Nike, Tesco, Wrangler, s.Oliver, Hugo Boss, Puma, Primark, JC Penney, C&A, Tommy Hilfiger, Inditex, Walmart, M&S, Calvin Klein, Diesel, Gap, Channel, Dior and G-Star।
তিনি বলেন, উৎপাদকরা যদি স্থানীয় বাজার থেকে উন্নত মানের ফেব্রিকস কিনতে পারে তাহলে পণ্য শিপমেন্টের সময় অনেক কমে আসবে। তাই আমরা ডেনিমস ফেব্রিকসের মান বাড়ানোর দিকে অধিক নজর দিয়েছি। যাতে স্থানীয় ব্যবহারকারীরা এসব পণ্য ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে পারে।
জানা যায়, কোম্পানিটি মূলত ওয়েভিং, ডায়িং এবং ফিনিশিংয়ের মাধ্যমে ডেনিম ফেব্রিকস পণ্য উৎপাদন করে থাকে। পণ্য উৎপাদনের জন্য চীন, ভারত ও পাকিস্তান থেকে কাঁচামাল আমদানি করে কোম্পানিটি। গত ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত কোম্পানির নিরিক্ষিত প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.৯৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪/আপডেট: ২০৩৪ ঘণ্টা