ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে এসআইবিএলের নতুন শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
লক্ষ্মীপুরে এসআইবিএলের নতুন শাখা উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের আর কে প্লাজায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিডেটের (এসআইবিএল) ৯৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নতুন এ শাখার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।



ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজের সভাপতিত্বে এ উপলক্ষে স্থানীয় ফুড গার্ডেন রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার শাহ আলম, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জাহিদ হোসেন ফারুকী, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মান্দারী বণিক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দীন সাজু, চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কুদ্দুস, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনম মিজানুর রহমান, সিনিয়র অফিসার গোলাম হোসেন, এমদাদুল হক ও জানে আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।