ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামায়াতের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
এ বিষয়ে মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক বিবৃতি পাঠিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চরম বিঘ্নিত হয়।
জনজীবনে ভোগান্তি, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহসহ সব কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রিক অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে বলা হয়, বেসরকারি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে। হরতাল বেসরকারি খাতের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আদালতের রায়কে কেন্দ্র করে হরতাল দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংক্ষুব্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারের রায়কে কেন্দ্র করে নেতিবাচক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোনোভাবেই কাম্য নয়।
দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিকে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
এফবিসিসিআই নৈরাজ্যকর ও সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪