ঢাকা: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মো: জাকিউল্লাহ সাহিদ।
কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫৮তম সভায় তার এ নিয়োগ অনুমোদন করা হয়।
এছাড়াও সাহিদ ঢাকা ক্লাব লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। সমাজ-সংস্কৃতি এবং পেশাগত কার্যক্রমে রয়েছে উল্লেখযোগ্য অবদান।
তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০,২০১৪