ঢাকা, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডরেশনের সম্মেলন

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
আশুলিয়ায় স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডরেশনের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক সম্মেলন করেছে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন নামে একটি সংগঠন।
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এসময় শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারি হাসপাতাল, কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ শ্রকিকদের ন্যায্য মুজুরির দাবি জানান শ্রমিক নেতারা।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সামিমা নাসরিন ও প্রতিষ্ঠা  সাধারণ সম্পাদক আল কামরান প্রমুখ।

এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির আশুলিয়া শাখার নতুন কমিটি গঠিত হবে বলে সংগঠন সূত্রে ‍জানা যায়।   

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।