ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বর্তমান সরকার ব্যবসা বান্ধব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
বর্তমান সরকার ব্যবসা বান্ধব

ঢাকা: আওয়ামী লীগ সরকারকে ব্যবসা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



‘বঙ্গবন্ধু আদর্শ মৃত্যুঞ্জয়ী’ শীর্ষক ওই সভার আয়োজন করে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাণিজ্য খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদেক্ষেপের প্রশংসা করে এফবিসিসিআই সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার আগামী ১০ বছর ক্ষমতায় থাকলে মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নয়ন হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আজ আমাদের দেশের রাজনীতি নিয়ে বিদেশিরা নাক গলায়। কিন্তু বঙ্গবন্ধু জীবিত থাকলে তারা এই সাহস পেত না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে, সারা জীবনে তার কথা ও কাজের মধ্যে কোনো গড়মিল ছিল না। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু মুক্তি দিয়ে যেতে পারেন নি। তার দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে সেই কাজ তিনি শুরু করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত। ওই নির্বাচন বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। এর প্রমাণ বিভিন্ন আন্তজার্তিক সংগঠনে বাংলাদেশের প্রার্থীদের জয়লাভ।  

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।