আশুলিয়া(ঢাকা): গার্মেন্টস কারখানায় মালিক ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন ও অরনেট নিট গার্মেন্টস ইন্ড্রাট্রিজ লিমিটেডে এ নির্বাচন শুরু হয়।
গার্মেন্টস কর্তৃপক্ষ জানান, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রাখার জন্যই এই ব্যতিকক্রমধর্মী নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এ নির্বাচনে ৩২জন শ্রমিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ১২জন শ্রমিককে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন ২১’শ শ্রমিক। ভোটের মাধ্যমে নির্বাচিত ওই প্রতিনিধিরা শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন বলে জানান কর্তৃপক্ষ।
একই নির্বাচনে বিনা ভোটে মালিকপক্ষের ১২জন প্রতিনিধি নির্বাচিত হবেন বলেও জানান কর্তৃপক্ষ।
নির্বাচন উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪