ঢাকা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুরের বদরগঞ্জ শাখা নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে গতকাল শুক্রবার(১২ ডিসেম্বর’২০১৪) সকালে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক)।
রাকাবের উপমহাব্যবস্থাপক মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলি, ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ ও জোনাল ব্যবস্থাপক মহিদুল হক।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ, বদরগঞ্জ পৌরসভার মেয়র বাবু উত্তম কুমার সাহা ও সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী।
পরে প্রধান অতিথি উপজেলা শহরের হক সাহেবের মোড়ে অবস্থিত নতুন ভবনে অন্য অতিথিদের নিয়ে ফিতা কেটে স্থানান্তরিত রাকাব বদরগঞ্জ শাখার উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪