জয়পুরহাট: দুইশ ৩৩ কোটি টাকার লোকশানের বোঝা নিয়ে জয়পুরহাট চিনিকলের ২০১৪-১৫ অর্থ বছরের আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মিল প্রাঙ্গণে ডোঙ্গায় আখ ফেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চিনিকলের জিএম (কৃষি) শাহনুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চিনিকল কর্মচারী সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
চিনিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, এক লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৯৭৫ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে চিনিকলটি আখ মাড়াই মৌসুম শুরু করলো, যা একটানা চলবে ৬৫ দিন।
এদিকে ৩ মৌসুমের প্রায় ৩০ কোটি টাকার অবিক্রিত চিনি মিলে মজুদ রেখেই মাড়াই মৌসুম শুরুর সিদ্ধান্তে নতুন করে আর্থিক সঙ্কটে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মিলে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আখ চাষীরা।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪