সিলেট: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা অক্তার মিতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক স্মারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বাণিজ্য সংগঠন মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৩ মেয়াদি পরিচালনা পরিষদের সভাপতিসহ পাঁচ সদস্য পদত্যাগ করেন। পরবর্তীতে চেম্বারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বিধায় প্রাক্তন দুজন সহসভাপতিসহ আরও ছয় সদস্যের অভিযোগের প্রেক্ষিতে সভাপতি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চেম্বারের পুনর্গঠিত পর্ষদ কারণ দর্শানোর সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেনি।
চেম্বারের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ভূমিকা রাখতে পারছে না বলেও আদেশে উল্লেখ করা হয়।
পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন ২০২২ এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। তাই সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা বাণিজ্যে ও চলমান অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন -২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা -১৯৯৪, কোম্পানি আইন-১৯৯৪ ও সংগঠনের স্মারক, সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেট চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আত্মগোপনে চলে যান। এরপর ভারপ্রাপ্ত দিয়ে চলে ব্যবসায়ীদের সংগঠনটি। পরে চেম্বারের সদস্যদের দাবির মুখে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টসহ পাঁচ সদস্য পদত্যাগ করেন। তাতে অচলাবস্থার সৃষ্টি হয়। এই বাস্তবতায় চেম্বারের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এনইউ/এসআইএস