ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরবরাহ-পর্যবেক্ষণ বাড়িয়ে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সরবরাহ-পর্যবেক্ষণ বাড়িয়ে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা

ঢাকা:  বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে। এ জন্য চাল, ভোজ্যতেল, পেঁয়াজ, ডিমের আমদানি শুল্ক কমানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা  বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিবন্ধকতা নেই। চাল, ডাল, পেঁয়াজ ও ডিমের মতো নিত্যপণ্য আমদানি হচ্ছে। বাণিজ্য উদারীকরণের মাধ্যমে ভারতসহ সবার সঙ্গে সম্পর্ক থাকবে ।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি যায়। ভর্তুকি বাড়ানোর পাশাপাশি, কম দামে পণ্য সংগ্রহের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে কম দামে পণ্য পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে।

আলুসহ সব ধরনের পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে যুক্তভাবে কাজ করার প্রতি জোর দেন উপদেষ্টা।

তিনি বলেন, আলুর দাম বেড়েছে। আলুর মূল্যবৃদ্ধি রোধে বাজার কাঠামোতে কোল্ডস্টোরেজসহ স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে যেখানে দাম বাড়ে সেসব জায়গাগুলোতে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও  সরবারহে জোর দেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন,  রাজধানী ঢাকাতে ৫০টি স্থানে ডাল ভোজ্য তেলের পাশাপাশি  আলু বিক্রি করা শুরু  হলো।  আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত  এ কার্যক্রম চলবে।  এরপর নতুন আলু বাজারে আসার পর আলু সহ পণ্যের দাম কমা পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকবে।

বাজারে নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি করতে টিসিবির পাশাপাশি বেসরকারি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান চালডাল ডট কমের সরবরাহ বাড়ানোর হচ্ছে বলে জানান বাণিজ্য মোহা. সেলিম উদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা  চল্লিশ টাকা কেজি ধরে  আলু বিক্রি করার মাধ্যমে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকার সঙ্গে ৪০ টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।