ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ 

বেনাপোল (যশোর): ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে দুই দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেনাপোল বন্দরে উপ-পরিচালক মামুন কবির তরফদার।  

বন্দর সূত্রে জানা যায়, ভরতের পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ বাবু বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি পাঠিয়েছেন। এর আগে অমিত শাহর পরিদর্শন উপলক্ষে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তবে ঘূর্ণিঝড় দানার কারণে সেই পরিদর্শন স্থগিত হওয়ায় সে সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল ছিলে।  

বেনাপোল বন্দরে উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আগামী ২৭ অক্টোবর রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করবেন।  তার নিরাপত্তার জন্য আগামীকাল ২৬ অক্টোবর শনিবার ও রোববার ২৭ অক্টোবর দুই দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।  

তবে এসময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে বলে জানান তিনি।  

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, আগামী ২৭ অক্টোবর পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালসহ কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য তার নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে এবং আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।