ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বরগুনা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত দুই মাস আগেই রমজানকে ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ করা হয়েছে।

 

রোববার (২৮ জানুয়ারি) সকালে বরগুনায় বাজার নিয়ন্ত্রণে অভিযান শেষে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারলেই ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা। অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।  

এর আগে সকাল ১০টায় সদরের আলিয়া মাদরাসা সড়কের চালের আড়ত থেকে কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করেন তিনি।  

জেলার মাদরাসা সড়ক ও কাজী নজরুল ইসলাম সড়ক, ধর্মতলা এলাকায় বাজার তদারকি করেন তিনি। এসময় ছয় ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযানে অতিরিক্ত মহাপরিচালক, জেলা প্রশাসক, ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে বন্দরক্লাবে বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।