ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হলো পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুতদারি করতে পারবে না।

সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল ও মানিকগঞ্জের যমুনা তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ভরাটকাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদীপাড়ের মানুষকে রক্ষায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদীভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।

উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।