ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমপি হলেন পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৪ ব্যক্তি, ডিএসইর অভিনন্দন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমপি হলেন পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৪ ব্যক্তি, ডিএসইর অভিনন্দন 

ঢাকা: দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৪ জন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন৷ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে সংস্থাটি।

অভিনন্দন বার্তায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডারসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিরা৷ উপদেষ্টা, মন্ত্রী, বিশিষ্ট শিল্পোউদ্যোক্তা এবং পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ তাদের রয়েছে বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা৷ তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন৷

ডিএসই’র চেয়ারম্যান আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তারা আগামী দিনগুলোতে পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন৷ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজার বান্ধব ব্যক্তিত্ব৷ পুঁজিবাজারের হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তার এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি৷

ড. হাসান বাবু বলেন, বিগত ১৫ বছরে অবকাঠামোগতভাবে দেশে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে৷ এরই মধ্যে এসব অবকাঠামোকে ঘিরে সারাদেশের উদ্যোক্তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে৷ দেশের পুঁজিবাজার হতে পারে এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের অন্যতম মাধ্যম৷ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অন্যতম প্রধান স্তম্ভ হলো স্মার্ট ইকোনমি৷ আর স্মার্ট ইকোনমির জন্য প্রয়োজন স্মার্ট পুঁজিবাজার৷

তিনি নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারকে স্মার্ট পুঁজিবাজারে রূপান্তর করার জন্য আপনাদের বিচক্ষণ দিকনির্দেশনা ও উদ্ভাবনী চিন্তা চেতনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা গেলে দেশের পুঁজিবাজার এশিয়ার নেতৃ্স্থানীয় পুঁজিবাজারে পরিণত হবে বলে আমার বিশ্বাস৷

দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৪ জন ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন৷

নির্বাচিত এমপিরা হলেন- বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ.কে. আজাদ, এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচ.এম. ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংস লিমিটেড পরিচালক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।