ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরের ৮ দিনে রেমিট্যান্স ৫৩ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ডিসেম্বরের ৮ দিনে রেমিট্যান্স ৫৩ কোটি ডলার

ঢাকা: ডিসেম্বরের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী আয় এসেছে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা ধরে)।

সোমবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযাযায়ী, ডিসেম্বর মাসের প্রথম আট দিনে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছেন ৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৭৫০ মার্কিন ডলার। আগের বছরের ডিসেমম্বর মাসে প্রবাসীরা প্রতি দিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। চলতি বছরের নভেম্বর মাসে পাঠিয়েছেন ৬ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে চলতি ডিসেম্বর মাসের আট দিনে প্রবাসী আয় বেশি এসেছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বর মাসের আট দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।   কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।