ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবারও সেরা করদাতা কাউছ মিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এবারও সেরা করদাতা কাউছ মিয়া

ঢাকা: সেরা করদাতার তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন পুরান ঢাকার কাউছ মিয়া। এবার তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

এ দিয়ে টানা ১৫ বার সেরা করদাতার সম্মান অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সূত্রের।

এ বছর আরও যারা সেরা করদাতার হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন—গাজী গোলাম মূর্তজা, ওয়ালটন গ্রুপের এস এম আশরাফুল আলম, এস এম শাসছুল আলম ও এস এম মাহবুবুল আলম।

২০০৮ সাল থেকে কাউছ মিয়া দেশে ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতাদের একজন। গত ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন তিনি। তিনি প্রথম কর দেন ১৯৫৮ সালে। আর পাকিস্তান আমলে ১৯৬৭ সালে তিনি প্রথম শীর্ষ করদাতা নির্বাচিত হন। তিনি মূলত তামাক ব্যবসায়ী।

চাঁদপুর জেলার রাজরাজেশ্বর গ্রামে (ব্রিটিশ আমলের ত্রিপুরা) ১৯৩১ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন কাউছ মিয়া। ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকানের মাধ্যমে ব্যবসা শুরু করেন। পরে আস্তে আস্তে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট ছিলেন। তিনি ২০ বছর চাঁদপুরে ব্যবসা করেন।

এরপর তিনি ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। তিনি বর্তমানে ৪০-৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।