ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমেছে ঝোড়ো হাওয়া, মোংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
কমেছে ঝোড়ো হাওয়া, মোংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক ফাইল ফটো

বাগেরহাট: ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলে আঘাত হেনে ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকায় সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি কমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মোংলা বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও সন্ধ্যা থেকে স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ।

তিনি বলেন, বন্দরে ১৪টি জাহাজ রয়েছে। বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। তবে জাহাজের চালকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।  

এ ছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া স্থায়ী না হলে ক্ষয়ক্ষতি কম হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী শনিবার (১৮ নভেম্বর) নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।