ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্যামাপূজায় দুই দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
শ্যামাপূজায় দুই দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট: সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর।

শনিবার (১১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন শ্যামাপূজায় দুই দিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের। চিঠিতে বলা হয় শ্যামাপূজা উপলক্ষে রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) দুই দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও সব রকম আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে এখানকার আমদানি-রপ্তানিকারকরা জানান। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, শ্যামাপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, শ্যামাপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।