ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেপ্টেম্বরে প্রবাসী আয়ে বড় ধস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
সেপ্টেম্বরে প্রবাসী আয়ে বড় ধস

ঢাকা: সাড়ে তিন বছরের মতো সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো সেপ্টেম্বরে। প্রবাসী আয় বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে দিচ্ছে না।

সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। এর আগে ২০১৯-২০২০ অর্থবছরের এপ্রিল মাসে ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার এসেছিল। আর মার্চে এসেছিল ১২৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার।

রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরের এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব); বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে, জুলাইয়ে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার) প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।  

জুন মাসে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার (২ দশমিক ১৯ বিলিয়ন ডলার) প্রবাসী আয় এসেছিল দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।