ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডাভ শ্যাম্পু নতুন রূপে লঞ্চ করেছে ইউনিলিভার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
ডাভ শ্যাম্পু নতুন রূপে লঞ্চ করেছে ইউনিলিভার

ইউনিলিভার বাংলাদেশ তাদের শ্যাম্পু ব্র্যান্ড ডাভ নতুন রূপে লঞ্চ করেছে। কনজুমারদের চুলের ড্যামেজ সলিউশনের পাশাপাশি ডাভ এসেছে নতুন রূপে আকর্ষনীয় প্যাক ডিজাইন নিয়ে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার দর্শকদের উপস্থিতিতে নতুন এ শ্যাম্পু উন্মোচন করেছেন।

ডাভ তার সেল্ফ এস্টিম প্রজেক্টের জন্য সুপরিচিত। লঞ্চ ইভেন্টে ‘সেল্ফ ডাউট এবং সামাজিক স্টেরিওটাইপ অতিক্রম করা’ বিষয়ে একটি প্যানেল আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।

প্যানেলিস্ট হিসাবে সেশনে বক্তব্য রাখেন- অভিনেত্রী বাঁধন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জোহরা,  ইউনিলিভার এর নারী ম্যানেজারেরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।