ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের সাবেক পরিচালক মির্জা এজাজ আহমেদ আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ওয়ান ব্যাংকের সাবেক পরিচালক মির্জা এজাজ আহমেদ আর নেই

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা  এজাজ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

মঙ্গলবার (৪ এপ্রিল) মির্জা এজাজ আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

তিনি জুলাই ১৯৯৯ সাল থেকে আগস্ট ২০০৭ পর্যন্ত ওয়ান ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন।  

মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

এপ্রিল ৬ মরহুমের প্রথম জানাজা সকালে ৯টা ৩০মিনিটে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং দ্বিতীয় জানাজা ধানমন্ডি তাকওয়া মসজিদ বাদ যোহর অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ এপ্রিল) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।