ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি হস্তান্তর

ঢাকা: ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে ক্যাল সিকিউরিটিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিরেক্টএফএনের সঙ্গে এপিআই ইউএটি চালু করণের ত্রিপাক্ষিক একটি চুক্তি হস্তান্তরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ চুক্তি হস্তান্তরিত হয়েছে বলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

চুক্তি হস্তান্তর করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ও ক্যাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দেশান পুষ্পরাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্তিক আহমেদ শাহ্, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ, সিনিয়র ম্যানেজার কামরুন নাহার, ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা ও প্রধান পরিচালন কর্মকর্তা জোবায়ের মহসিন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।