ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বিশ্বের তুলনায় আমাদের বন্ড মার্কেট দুর্বল জায়গায় রয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
‘বিশ্বের তুলনায় আমাদের বন্ড মার্কেট দুর্বল জায়গায় রয়েছে’

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাপী বন্ড মার্কেটের যে অবস্থান, সে তুলনায় আমাদের দেশের বন্ড মার্কেট দুর্বল জায়গায় রয়েছে। এজন্য পুঁজিবাজারের মাধ্যমে যে অর্থায়ন হওয়ার কথা, সেটি করা যাচ্ছে না।

অর্থায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংকের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছেন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে সরকারি সিকিউরিটিজের লেনদেন বাড়াতে প্রচারনামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য “বন্ড ফিচারস অ্যান্ড ট্রেডিং অফ বন্ড অন দা এক্সচেঞ্জ প্লাটফর্ম” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

শেখ শামসুদ্দিন বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত লাভের পরিমাণ কম বেশি হওয়ার কারণে, নিয়মিত ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যায়। সেজন্য আমাদের এমন একটি পথে যেতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো স্বাচ্ছন্দে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। এ সমস্যার সমাধানে আমাদের একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আমরা এই সব প্রকল্পে অর্থায়ন করতে পারছি না। এক্ষেত্রে আমাদের বন্ড মার্কেটের একটি সুপ্ত ভবিষ্যত রয়েছে। বন্ড মার্কেটকে সহায়তা করার জন্য কমিশন বিভিন্ন আইন-কানুন প্রণয়ন করেছে। সরকার আইন-কানুন সহজ করে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ডগুলোকে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য একটি প্ল্যাটফম তৈরি করা হয়েছে। আমাদের বন্ড মার্কেটে যে সব সমস্যা রয়েছে, তা সমাধানে সরকারের সব পক্ষ সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করছেন৷

এর আগে অনুষ্ঠানের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার বলেন, ইক্যুইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেটও পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লক্ষণীয় বিষয় হলো বন্ড মার্কেট সম্পর্কে আমাদের বিনিয়োগকারীদের ধারণা ততটা স্পষ্ট নয়। আমাদের পুঁজিবাজার মূলত ইক্যুইটি নির্ভর। যেকোনো দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য ইকু্যইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র সরকারি সিকিউরিটিজ নয়, বরং সামগ্রিক বন্ড মার্কেটকে কেন্দ্র করে করা হয়েছে৷ যাতে বিনিয়োগকারীগণ ফিক্সড ইনকাম সিকিউরিটিজ সম্পর্কে ধারণা পেতে পারে। ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এ বিনিয়োগের মাধ্যমে কিভাবে ঝুঁকি ব্যবস্থাপনা করে লাভবান হওয়া যায় এ বিষয়গুলো আজকের অনুষ্ঠানের আলোচনার প্রতিপাদ্য বিষয়। এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের বন্ড মার্কেট সম্পর্কে সচেতন করার ফলশ্রুতিতে পুঁজিবাজার আরও প্রাণবন্ত হবে৷

অনুষ্ঠানে ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগের উপায় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার এইস এ মামুন, সরকারি সিকিউরিটিজের ট্রেডিং প্রক্রিয়ার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের, ডিএসইর প্রডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং পুঁজিবাজারে সরকারি সিকিউরিটিজের সম্ভাবনার ওপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহামমদ আনোয়ার হোসেন৷

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।