ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ন এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রোডে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
স্বপ্ন এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রোডে

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রোডে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- তোসাদ্দেক হোসেন খান টিটো (সি আই পি), পরিচালক- এফবিসিসিআই, স্বপ্নর হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন সাজিদ আহমেদ, ম্যানেজার প্রজেক্ট ডেভেলপমেন্ট মেহেদী হাসান রাহাত, আউটলেট অপারেশন ম্যানেজার মাসুদুর রহমানসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৫১টি জেলায়। মানিকগঞ্জের নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের বলেন, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

স্বপ্নর ২৯৩ তম আউটলেট এটি। নতুন এ আউটলেটের ঠিকানা-  সিটি সেন্টার, ১৬/ঢাকা- আরিচা হাইওয়ে রোড, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।