ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চাকরির দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:৪৫ পিএম, ডিসেম্বর ১৭, ২০২১
চাকরির দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের মাল্টিপারপাস ওয়ার্কার পদে ৭০০ বেশি শূন্যপদ থাকার পরও সরকার দীর্ঘ চার বছর ধরে নিয়োগ করছে না। মাল্টিপারপাস ওয়ার্কার পদের চাকরির জন্য পড়াশোনা করা অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) শূন্য পদগুলি দ্রুত পূরণের দাবিতে ডেপুটেশনের মিলিত হন এএনএম পাস করা শিক্ষার্থীরা।

এদিন তারা রাজধানী আগরতলা গোর্খা বস্তি এলাকার স্বাস্থ্য দপ্তরের অফিসে গিয়ে অধিকর্তা ডা. রাধা দেববর্মার হাতে তাদের দাবি সনদ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসসিএন/কেএআর

বাংলাদেশ সময়: ৭:৪৫ পিএম, ডিসেম্বর ১৭, ২০২১ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।