ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলে ফিরলেন দুই রাজ্যের ২ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
তৃণমূলে ফিরলেন দুই রাজ্যের ২ নেতা

কলকাতা: একের পর এক ধাক্কা খেয়েই চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি দল। যেসব নেতরা বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারা আবার পুরানো দলে ফিরে এসেছেন।

দলের রাজ্য সভাপতি বদল করেও ভাঙন আটকানো যাচ্ছে না।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) মমতার বিধায়ক হিসেবে শপথ গ্রহণের দিনই তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত। একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরই তিনি তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা ছিল।
এদিন বিধানসভায় রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের হাত ধরে ফের মমতার দলের পতাকা তুলে নিলেন সব্যসাচী দত্ত। মমতার অনুমতি নিয়েই ঘরে ফিরলেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমুলে ফিরে সব্যসাচী বলেছেন, দলের সঙ্গে মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। যা থেকে আবেগপ্রবণ হয়ে অন্য দলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ফের আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরা স্বাগত জানিয়েছেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামিদিনে কাজ করব।

সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিয়ে একুশের বিধানসভা নির্বাচনে বিধাননগরে প্রার্থীও হন। কিন্তু নির্বাচনে হেরে যান সব্যসাচী। রাজ্যে বিজেপির শোচনীয় পরাজয়ের পর বহু তৃণমূলত্যাগী নেতানেত্রীরা এখন বেসুরো। তাদের মধ্যে ছিলেন সব্যসাচীও। প্রকাশ্যে বিজেপির শীর্ষ নেতাদের সমালোচনাও করছেন। আর এদিন ফের ফেরেন পুরানো দলে সব্যসাচী।

এদিকে ত্রিপুরাতেও বিজেপিতে ভাঙন ধরাচ্ছে তৃণমূল। ওই রাজ্যে সংগঠন বাড়াতে ইতোমধ্যেই তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে উঠেছে।  

এরইমধ্যে জানা যায়, তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। তবে কবে যোগ দেবেন জানা যায়নি। তার আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) কলকাতার কালীঘাট মন্দিরে গিয়ে ন্যাড়া হয়েছেন। শপথ করেছেন যতদিন ত্রিপুরায় বিজেপির পতন না ঘটে ততদিন ন্যাড়া থাকবেন। বিজেপিতে থাকার প্রায়শ্চিত্ত করেছেন বলে আশিস দাস জানিয়েছেন।

তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ জানিয়েছেন, কোনো সভ্য ব্যক্তি বেশি দিন বিজেপি করতে পারে না। তাই বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে। আরও অনেকে বিজেপি ছেড়়ে তৃণমূলে আসার জন্য আগ্রহী। শুধু দলনেত্রীর সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।